ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে নির্মিত বহুল প্রতীক্ষিত আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালটির পুন: উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ফিতা কেটে এই উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, প্রাথমিক শিা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা ফারুক, শিশুরোগ বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ডাক্তার মনির হোসেন ক্যান্সার বিশেষজ্ঞ মেহেদী হাসান প্রতিক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম নজু, ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ শফিকুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলী আকবর, নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি মারুফ, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোরশেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী বাসারুল আলম, শাহ কামাল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাওসারসহ আরো অনেকে।
উল্লেখ্য আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা চালু থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।