আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছর, সুবর্ণ জয়ন্তীতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৫০ বার তোপধ্বনি দেয়ার পর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্মৃতি অর্ণিবান -এ পুষ্পতবক অর্পণ করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর পৌরসভা, থানা প্রশাসন, নবীনগর সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নবীনগর প্রেসকাব, নবীনগর মডেল প্রেসকাব, নবীনগর থানা প্রেস কাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ এবং ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ও নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ।
প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর ময়নাল হোসেন এর নেতৃত্বে বিভিন্ন বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট ও কাব দলের সদস্য প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মান প্রদর্শনপূর্বক অভিবাদন মঞ্চ অতিক্রম করেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে তে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
এদিকে কুচকাওয়াজ শেষে এসো মেতে উঠি বিজয়ের আনন্দে শ্লোগানে একটি বিজয় র্যালী বের করে উপজেলা প্রশাসন।
দুপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।