জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট ফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’ এ শ্লোগানে আজ মঙ্গলবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এসময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, সহকারি কমিশনার মোশারফ হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, ওসি তদন্ত নূরে আলম, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মো. আবু কাউছারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মেলায় উপজেলার মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এর মধ্যে কলেজ পর্যায়ে ৬টি এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ৯টি।
অংশগ্রহন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলেজ পর্যায়ে ১ম হয়েছে তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ, ২য় হয়েছে ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ এবং ৩য় হয়েছে নবীনগর মহিলা কলেজ। স্কুল পর্যায়ে ১ম হয়েছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং ৩য় হয়েছে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ।
পরে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।