ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৮জন সেবিকার নিয়োগ সম্পন্ন হয়েছে। আজ রবিবার নিয়োগ প্রাপ্ত ওই ১৮জন সেবিকাগণকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ডা. মো. তামিম, সিনিয়র সেবিকা সুভা, মোছাৎ মাসুমাসহ আরো অনেকে।
পরে নতুন ওই ১৮জন সেবিকা তাদের স্ব-স্ব কর্মে মনোনিবেশ করেন। নতুন এই নিয়োগের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের সেবিকার অভাব অনেকটাই পূরন হয়েছে। এতে করে উপজেলার সাধারণ রোগীরা আরো উন্নত সেবা পাবেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ রোগীদের আরো ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা নতুন এই নার্সদের পেয়েছি উল্লেখ করে ডা. মো. হাবিবুর রহমান জানান…..