বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মা রহিমা বেগম মেয়ের জন্মনিবন্ধনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাওয়ার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের গড়ের পাড় নামক স্থানে একটি মরা গাছের ডাল পড়ে দূর্ঘটনার শিকার হন। তার সাথে থাকা মেয়ে বিলকিছ বেগম ও আরেক আত্মীয় শরীফ মিয়াও ওই দূর্ঘটনায় আহত হন। আজ সোমবার সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা রহিমা বেগমকে মৃত ঘোষনা করেন এবং শরীফ মিয়া ও বিলকিছ বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শরীফ মিয়ার আঘাত গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মৃত রহিমা বেগম পৌর এলাকার ভোলাচং গ্রামের মৃত কৃদ্দুস মিয়ার স্ত্রী। আহত শরীফ মিয়ার বাড়ি পৌর এলাকার গড়ের পাড় গ্রামে।
তথ্য সূত্রে জানা যায়, নিহত রহিমা বেগম মেয়ের জন্মনিবন্ধন এর জন্য নবীনগর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গড়ের পাড় মহাশ্মশানের কাছাকাছি সড়কে গাড়ির জন্য অপো করছিলেন। এমন সময় সড়কের পাশে থাকা একটি মরা গাছের ডাল আচমকা ভেঙে রহিমা বেগম সহ আরও দু’জনের উপর পড়ে।
মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে দূর্যোগ আবহাওয়া উপেক্ষা করে তাৎণিক নবীনগর পৌরসভা মেয়র এড শিব শংকর দাশ ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নগদ অর্থও প্রদান করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবরও নেন তারা।