ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের সামাজিক সংগঠন কাঠালিয়া উন্নয়ন সংস্থা বিভিন্ন সময় মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকায় ব্যাপক পরিচিত লাভ করেছে, বিগত দিনে এই সংগঠনটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, দরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা, গরীব দুঃস্থ মানুষের জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদানসহ নানামুখী সামাজিক কর্মকান্ড করে প্রশংসা কুড়িয়েছে এই সংস্থাটি। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার বিকেলে কাঠালিয়া বাগাদানা প্রাঙ্গণে কাঠালিয়া উন্নয়ন সংস্থার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কাঠালিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী জয়নাল আবেদীন ফিতা কেটে এই অফিস উদ্বোধন করেন, এসময় কাঠালিয়া উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
পরে কাঠালিয়া হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া গ্রামের সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দ হারিস ও সৌদি প্রবাসী সামিউল ইসলাম মামুন এর আর্থিক সহযোগিতায় কাঠালিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন কাঠালিয়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অত্র মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এই পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ জয়নাল আবেদীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাঠালিয়া হাফিজিয়া মাদরাসা কমিটির সহ-সভাপতি সৈয়দ জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, কাঠালিয়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও কাঠালিয়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
মাদরাসার শিক্ষার্থীদের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারীদের উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষার্থীদের আতর, টুপী বিতরণ করেন কাঠালিয়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।