ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সংসদ ফয়জুর রহমান বাদল এর জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করে নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এড. শিব শংকর দাস।
যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা খাইরুল আমীন, মো. হাবিবুর রহমান, যুবলীগ সভাপতি সামস আলম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী দলীয় প্রতিক নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা মোস্তফা কামাল, এনামুল হক, এম সালাউদ্দিন বাবু, নূরে আলম, ওমর ফারুক, মো. খলিলুর রহমান, ডলার, নাজিম, তুষারসহ আরো অনেকে।
আলোচনা সভার এক ফাঁকে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত সকল নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। এসময় সকল নেতা-কর্মীর মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫আগষ্টে সকল শহীদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান।
পরে আনন্দঘন পরিবেশে ফয়জুর রহমান বাদল এর প্রতিচ্ছতি সংবলিত একটি বিশাল আকৃতির কেক কেটে জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা।