জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার (০৫-১১-২০২১) ভোর থেকে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও পালিত হচ্ছে পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক এ্যাসোসিয়েশন এর ডাকে সাড়া দিয়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যায়।
সকালে নবীনগর পৌর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নবীনগর থেকে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে কোন দূর পাল্লার বাস ছেড়ে যায়নি।
এ বিষয়ে বাস কাউন্টার ও বাস সুপারভাইজার জানান, হঠাৎ করে ডিজেলের দাম প্রতি লিটারে একলাফে ১৫ টাকা বেড়ে যাওয়ায় আমাদের মালিক সমিতির পক্ষ থেকে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই দাম সহনীয় পর্যায়ে না আনা হলে আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে নবীনগরের এক জ্বালানি তেল ব্যবসায়ী জানান, ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় প্রতি ব্যারল তেল ক্রয়ে আমাদের এখন অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে কিন্তু লাভের পরিমান আগের চেয়ে কম।
বাংলাদেশ ট্রাক-বাস মালিক এ্যাসোসিয়েশন এর সাথে একাত্মতা প্রকাশ করে নবীনগর উপজেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, আমি চাই অতি দ্রæত সরকার এ বিষয়ে একটি কর্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। যাতে করে আমাদের পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে না হয়।
উল্লেখ্য, গেল বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।