3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

নবীনগরে এক ইউনিয়নে সর্বোচ্চ ১১জন চেয়ারম্যান প্রার্থী ***

সারা দেশের ন্যায় তৃতীয় ধাপে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে আগামী ২৮ নভেম্বর ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৬৩৮ জনের মনোনয়ন পত্র জমা পড়েছে। গত মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৮৮ জন, সাধারণ সদস্য পদে ৪৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২০জন মনোনয়ন পত্র জমা দেন। উপজেলার সাতমোড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া শ্রীরামপুর ইউনিয়নে ৯জন, নবীনগর পূর্ব ইউনিয়নে ৬জন, বীরগাঁও ইউনিয়নে ৪জন, ছলিমগঞ্জ ইউনিয়নে ৫জন, বড়িকান্দি ইউনিয়নে ১০জন, ইব্রাহিমপুর ইউনিয়নে ৪জন, রতনপুর ইউনিয়নে ৫জন, শ্যামগ্রাম ইউনিয়নে ৮জন, নবীনগর পশ্চিম ইউনিয়নে ৫জন, রছুল্লাবাদ ইউনিয়নে ৪জন, লাউরফতেপুর ইউনিয়নে ৯জন এবং জিনোদপুর ইউনিয়নে ৮জন।

অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৩জন প্রার্থী ছাড়াও সতন্ত্র প্রার্থী হয়েছেন ৬২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১০জন, জাকের পার্টি ১জন, ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২জন।

১ লক্ষ ৯৪ হাজার ৫৯জন মোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ৯৭ হাজার ৯৪৫ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ৯৬ হাজার ১১৪জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনগরে এই প্রথম বীরগাঁও ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

নির্বাচনে চেয়ারম্যান বিএনপি দলীয় প্রতিকে কেউ অংশগ্রহণ না করলেও একাধিক ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ও জনগণের প্রার্থী উল্লেখ করে নৌকা প্রতিকের বিপক্ষে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতে দেখা গেছে।

নির্বাচনকে আনন্দ ও উৎসব মুখর করে তুলতে সকল প্রার্থী ও ভোটাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী।

ভিডিও সহ পুরো নিউজ দেখুন…….

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন