বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন অর্থাৎ উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের প্রতিটি মানুষকে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান নিয়ে এগিয়ে যেতে হবে। কারিগরি শিার পাশাপাশি আমাদের সন্তানদের বিজ্ঞান বিভাগের উপর জোর দিয়ে তৈরি করতে হবে। কারণ একজন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে পরবর্তীতে উচ্চ শিায় বিভিন্ন বিভাগে পড়াশোনা করার সুযোগ রয়েছে।
তাই আমাদের শিকদের কাছে আহ্বান থাকবে ছাত্র-ছাত্রীরা যাতে বেশি করে সাইন্স নিয়ে পড়াশোনা করার সুযোগ পায় সেই জন্য তাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে।
গতকাল শনিবার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশীদ, ইউপি চেয়ারম্যান আবু মুসা, বিদ্যালয়ের প্রধান শিক জাকির হোসেন সহ আরো অনেকে।
ভিডিওসহ পুরো নিউজটি দেখুন….