2.2 C
New York
Thursday, December 12, 2024
spot_img

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতিকে ধরে রাখতে ভাস্কর্য নির্মাণ ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, আওয়ামী লীগ নেতা রানা শামীম রতন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা। সভাপতির বক্তব্যে ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ক্ষণজন্মা, বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের নিকট কিভাবে তুলে ধরা যায়, সেই ভাবনায় আমরা কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমাদের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের দৃষ্টিগোচর হবে। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসান উল্লাহ, নবীনগর মডেল প্রেস ক্লাব সভাপতি আবু কাউছার, সাংবাদিক তাজুল ইসলাম, দৈনিক দেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে। আলোচনা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মো. রফিকুল ইসলামের পরিচলনায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। এছাড়াও ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জন্মভ‚মি উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ পৃথকভাবে দিবসটি পালন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন