দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থাকলেও বর্তমানে উপজেলা প্রশাসনের তদারকিতে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর এলাকায় থাকা লাখো মুরিদ আর ভক্তবৃন্দের সমাগমের স্থল পাক বাবা হযরত হাছান শাহ (রহঃ) এর মাজার শরীফটি।
মাজার শরীফের সৌন্দর্য বর্ধন এবং মাজারটি বড় একটি অংশ অরক্ষিত এমন ভাবনায় মাজারের পূর্ব দিকের প্রবেশ পথে স্টেইন লেস স্টিলের বড় একটি দরজা নির্মাণ করা হয়। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সেটির উদ্বোধন করেন। এর আগে মাজার এলাকায় থাকা একমাত্র মসজিদের ইমামের থাকার কোন ঘর না থাকায় সেটিও নির্মাণ করা হয়।
এসময় ইউএনও একরামুল ছিদ্দিক মাজার এলাকাটি পরিদর্শন করেন এবং শীঘ্রই মসজিদে টাইলস এর কাজের পরিকল্পনার কথা জানান।
পরিদর্শনকালে পৌর কাউন্সিলর আল-মামুন সরকার, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি আবু কাউছার, যুবলীগ নেতা পারভেজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিডিওসহ পুরো নিউজ দেখুন নিচের লিংকে…