মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় এনজিও হোপ।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আলীয়াবাদ এলাকায় হোপ -এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, গাছের চারা বিতরণ ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
হোপের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর হত্যার দিনের সেই বিভিষিকাময় সময়ের কথা উল্লেখ করে বলেন, ঘাতকের দলেরা ছোট্ট শিশু রাসেলকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিমর্মভাবে হত্যা করে।
হোপের নির্বাহী পরিচালক এ.কেএম আসাদুজ্জামান কল্লোলের সার্বিক তত্ত¡াবধানে ও নবীনগর মডেল প্রেসকাব সভাপতি আবু কাউসারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাতব্বর রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন, প্রোগ্রাম অফিসার মৌলিক সারতা প্রকল্প ইমরান মেহমুদ, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তিসহ হোপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের প্রারম্ভে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
পরে ঢাকা মেডিক্যালে পড়–য়া স্থানীয় এক মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চ শিা বৃত্তি ও উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের এক শিক্ষার্থীকে বাৎসরিক শিাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও হোপ এর পক্ষ থেকে ১ হাজার গাছের চারা বিতরণের পাশাপাশি বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, স্থানীয় এই এনজি হোপ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছে। যা ইতিমধ্যেই উপজেলাবাসীর মধ্যে সাড়া ফেলেছে।
ভিডিওসহ পুরো নিউজটি দেখুন নিচের লিংকে…