দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, ব্যাংকের টাকা লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম এবং বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা নবীনগর উপজেলা লাউরফতেহপুর ইউনিয়নের ব্যারিস্টার জাকির আহাম্মদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে লাউর ফতেহ্পুর ইউনিয়ন আওয়ামীলীগ।
গতকাল সোমবার (১৬ জুলাই) দুপুরে লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: আব্দুল্লা আল মাছুম।
তিনি বলেন, আওয়ামীলীগের ভিতর ঘাপটি মেরে থাকা কতিপয় নতুন খন্দকার মুস্তাক জাকির আহাম্মদ। ভুঁইফোড় সংগঠন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সাথে ছবি সংযোজন ও প্রদর্শক পূর্বক প্রভাব খাটিয়ে নানান অপকর্ম করে চলেছে কথিত এই ব্যারিষ্টার জাকির আহাম্মদ।
সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপদেষ্টা মন্ডলীর সদস্য আওলাদ হোসেন, লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সাদেকসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ভিডিওসহ পুরো নিউজটি দেখুন নিচের লিংকে…