ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর এলাকায় আজ সোমবার (২৩/০৮) দুপুরে নৌকা ডুবিতে স্বামী মো. রিয়াদ (৩০) ও স্ত্রী লিজা আক্তারের (২৫) মৃত্যু হয়। তবে তাদের কন্যা সন্তান মারিয়া আক্তার (৮) নিখোঁজ রয়েছে।
জানা যায়, সিলেটে বসবাসরত উপজেলার কাইতলা গ্রামের মো. রিয়াদ তার পরিবার নিয়ে বিদ্যাকুট ইউনিয়নের মোল্লা গ্রামের সোনা পাড়ায় খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে রিয়াদ তার পরিবারের লোকজন নিয়ে তিতাস নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। এক পর্যায়ে তাদের ইঞ্জিন চালিত নৌকাটি ভৈরবনগর কুরের পাড় নামক স্থানে পৌঁছলে স্পীড বোটের ঢেউ এর পানি নৌকায় উঠে নৌকাটি ডুবে যায়।
এতে রিয়াদ ও তার স্ত্রী লিজা আক্তার (২৫) ও মেয়ে মারিয়া আক্তার (৮) পানিতে ডুবে যায়। এবং নৌকায় থাকা অন্যান্যরা (৬/৭ জন) সাতার কেটে তীরে উঠে যায়।
পরে রিয়াদ ও লিজা আক্তারের লাশ উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু তাদের কন্যা সন্তান মারিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নবীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে শিশু মারিয়াকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।