18 C
New York
Monday, September 25, 2023
spot_img

করোনায় ৬ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রী’র মৃত্যু ***

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা মো: আবুল কাসেম (৮১) শনিবার (২১/০৮) সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মৃত্যুর খবর আসে। একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা।

শনিবার আসরের নামাজের পর আলীয়াবাদ দণিপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প থেকে গার্ড অব অনার দেয়া হবে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে পরিবারের প থেকে জানানো হয়েছে। আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির মা-বাবা।

তাদের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক সমাজসহ বিশিষ্টজনেরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন