ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন লেভেল পরিমাপের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি পালস অক্সিমিটার উপহার দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক উপজেলা লাউরফতেহপুর গ্রামের কৃতি সন্তান ডাঃ মোঃ শাহ আলমের পরিবার।
মঙ্গলবার (১০/০৮) নবীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে এই উপহার তুলে দেন ডাঃ মোঃ শাহ আলমের ছোট ভাই লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। পরে উপজেলার ২০টি ইউনিয়নের এইচ.আই এবং এ.এইচ.আই’দের মাঝে এই অক্সিমিটার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবীনগর মডেল প্রেস ক্লাব সভাপতি আবু কাউছার, আখাউড়া প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি জোটন বণিক, সাংবাদিক আশীষ সাহা, মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী ফারুক আহমেদসহ আরো অনেকে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, পালস অক্সিমিটার দিয়ে রোগীদের পালস ও অক্সিজেনের লেভেল মাপা হয়। এগুলো পাওয়াতে নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের করোনা রোগিদের পাল্স ও অক্সিজেন লেভেল পরীা করে উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদানে সুবিধা হবে। তিনি ডাঃ শাহ আলমের পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভিডিওসহ পুরো নিউজ দেখুন নিচের ভিডিওতে…