করোনার মহামারিতে কর্মহীন মানুষজনের পাশে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের রেমিটেন্স যোদ্ধা খ্যাত প্রবাসীরা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের সকল প্রবাসীদের সমন্বয়ে গঠিত আলমনগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠন ওই গ্রামের কর্মহীন অসহায় প্রায় দুইশত পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বুধবার বিকেলে আলমনগর উত্তর পাড়া চক বাজার হতে তিনটি অটো রিকসায় করে গ্রামের তিনটি পাড়ার কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, পোলার চাল, দুধ, চিনি ও কিছমিছ।
এর আগে সংগঠনটির এই ধরণের মহৎ কাজের ভ‚য়সি প্রসংশা করেছেন স্থানীয়রা। এসময় বক্তব্য রাখেন, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, জলিল মেম্বার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরে আলম, সৌদী প্রবাসী মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, প্রবাসী মো. রাজিব, মো. মেহেদী, মো. হাবিবসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহসিন।
নবীনগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠনের সভাপতি ও আলমনগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠনের প্রধান পৃষ্টপোষক বাহরাইন প্রবাসী মো হোসেন জীবন জানান, করোনার এই মহামারিতে আমরা ২য় বারের মতো এই ঈদ সামগ্রী বিতরণ করছি। আমাদের জন্য সকলেই দোয়া করবেন যাতে আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারি।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/XwYBJbOgL5k” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>