19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

মসজিদের জায়গা পৌরসভার মাধ্যমে ভরাটের ঘোষণা দিলেন মেয়র এড. শিব শংকর দাস ***

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৯/৮) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং বাজার এলাকায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কারোর প্রতি কোন অভিযোগ না এনে ভোলাচং চৌধুরী পাড়া মোহাম্মদীয়া আরাবীয়া জামে মসজিদের জায়গা বালু দিয়ে ভরাট করার ঘোষণা দিলেন পৌর মেয়র এড. শিব শংকর দাস।

মেয়র বলেন, মসজিদের জায়গা বালু দিয়ে ভরাটে বাঁধা দেয়া দুরে থাক এই পর্যন্ত মসজিদের প হতে কেউ আমাকে বিষয়টি অবগতও করাননি। আমি এবিষয়ে কিছুই জানি না, কিন্তু আমাকে অভিযুক্ত করা হয়েছে। কিছুদিন পূর্বেও এই মসজিদে সম্মানীত মুসুল্লিদের যাতায়াতের জন্য মাটি ফেলে নতুন করে রাস্তা করা হয়েছে যা অল্প সময়ের মধ্যে পাকাকরণ করা হবে।

ভোলাচং বাজার কমিটির আহ্বায়ক কাউন্সিলর জসীম উদ্দিন ও সেক্রেটারি কাউন্সিলর আল মামুন এই বিষয়ে মেয়র জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ড্রেজারের মালিক কাদির মিয়াসহ আরো কয়েকজন আমাদের কাছ থেকে দুই তিনদিনের জন্য অনুমতি নিয়ে কাজ শুরু করে। যে জায়গা ভরাট করার জন্য অনুমতি দিয়েছিল সে জায়গা ভরাট হয়ে গেছে। পাইপগুলো দীর্ঘদিন বাজারের ব্যবসায়ীদের মালামাল বহনে ব্যঘাত ও রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।

পরে উপস্থিত সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র এড. শিব শংকর দাস। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ পৌরসভার কাউন্সিলরগন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিডিওসহ পুরো নিউজটি দেখুন নিচের ভিডিওতে..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন