17.5 C
New York
Monday, September 25, 2023
spot_img

নতুন করে ৫০ লিটারের আরো ২০টি অক্সিজেন সিলিন্ডার ***

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন যতই রোগী বাড়ছে সে তুলনায় অক্সিজেন এর প্রয়োজনীয়তাও বেড়েই চলেছে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে হাসপাতালে ৬৫ লিটার ওজনের বিশাল আকৃতির ১০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। কিন্তু গত কয়েক দিনে রোগী সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ায় সাংসদ আবারো নতুন করে ৫০ লিটার ওজনের ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। গতকাল রবিবার বিকালে নবীনগর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ওই অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন।

পরে ডাঃ হাবিবুর রহমান জানান, এমপি স্যারের পক্ষ থেকে নতুন করে ১৫টি এবং ব্যক্তি উদ্যোগে ৫টি মোট ২০ অক্সিজেন সিলিন্ডার যুক্ত হওয়ায় আপাতত অক্সিজেনের কোন সংকট নেই। তিনি আরো জানান, বর্তমানে আমাদের কাছে ছোট বড় মিলিয়ে মোট ৫৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল জানান, এই মহামারিতে উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোন সমস্যায় সেবা দিতে আমি ও আমার দলের নেতাকর্মীরা বদ্ধ পরিকর। স্বাস্থ্য বিষয়ক সকল দিক নির্দেশনা ও পরামর্শ প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খোঁজ-খবর রাখছি। আপনারা সবাই সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন।

ভিডিওসহ পুরো নিউজটি দেখুন নিচের ভিডিওতে…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন