ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা নিতান্তই অসহায়, যেমন শিল্পী, সংস্কৃতিকর্মী, ঋষি-হরিজন, ধোপা, নাপিত, পরিবহন শ্রমিক, প্রতিবন্ধি মানুষ জনের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী প্রদান করেন। চাল, ডাল, পেঁয়াজ, তৈল, সেমাই, দুধ, নুডুলস, চিনি, আলু ও সাবান দিয়ে একটি প্যাকেট তৈরি করে ৭০টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
সরকারের পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার সাধারণ মানুষজনদের সার্বিকভাবে সহযোগিতা করার কারণে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
এই করোনাকালীন সময়ে নবীনগর উপজেলার সাধারণ জনগণ যেন খাবারের জন্য কষ্ট করতে না হয় সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকার পাশাপাশি করোনাকালীন সময়ে উপজেলাবাসীকে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মানার আহবানও জানান তিনি।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে..