ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের অক্সিজেনের লেভেল পরিমাপের জন্য ১০টি পালস্ অক্সিমিটার যন্ত্র উপহার দিয়েছেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ শাহ আলম।
গতকাল মঙ্গলবার কসবা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুপ পালের নিকট এগুলো হস্তান্তর করেন তাঁরই প্রতিনিধি সাংবাদিক আশীষ সাহা ও মোঃ ফারুক মিয়া।
ডাঃ মোঃ শাহ আলম এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান।
অক্সিমিটার হস্তান্তরকালে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডাঃ অনিক ইসলাম, সাংবাদিক সোহরাব হোসেন, মোঃ শাহনেয়াজ ভূইয়াসহ আরো অনেকে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুপ পাল বলেন, পালস অক্সিমিটার দিয়ে রোগীদের অক্সিজেনের লেভেল মাপা হয়। এগুলো পাওয়াতে করোনা রোগিদের পাল্স পরীক্ষা করে চিকিৎসা প্রদানে সুবিধা হবে। তিনি ডাঃ শাহ আলমকে ধন্যবাদ জানান।
বিস্তারিত নিচের ভিডিওতে..