গতকাল শুক্রবার (৩০/০৭/২০২১ইং) থেকে করোনা পজিটিভ রোগীদের অক্সিজেন ঘাটতি পূরনের লক্ষ্যে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর নিজ অর্থায়নে ১০টি, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা সদরের জাতীয় সংসদ সদস্য র. আ.ম. রবিউল মোক্তাদির চৌধুরীর অর্থায়নে ১০টি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সিনিয়র বড় ভাইদের অর্থায়নে ১৫টি মোট ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু করল জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের অধীনের বিভিন্ন উপজেলা, কলেজ, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগকে এ সেবা চালুর পাশাপাশি টিকা গ্রহনের যাবতীয় কাজে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আমাদের অক্সিজেন সেবা দিতে গিয়ে প্রতিদিন পরিবহন ভাড়া ও অক্সিজেন রিফিল করতে প্রায় বিশ হাজার টাকা খরচ হবে সকলকে এ মহৎ কাজে অংশ গ্রহনের অনুরোধ করছি, তিনি আরও বলেন আমরা আমাদের প্রতিটি উপজেলার স্থানীয় মাননীয় সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে উপজেলা পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদানের চেষ্টা করব। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন দেশের এ ক্লান্তি লগ্নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নের জন্য সর্বদা জনগণের পাশে জেলা ছাত্রলীগ থাকার চেষ্টা করেছে এবং আগামীতেও থাকবে। জেলা ছাত্রলীগের এমন মহৎ কাজ দেখে জেলাবাসী স্বস্থির নিশ্বাস নিচ্ছে। সর্ব মহলে জেলা ছাত্রলীগকে নিয়ে প্রশংসা করা হচ্ছে।