শিবপুর থেকে মোহাম্মদ খাইরুল এনাম;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মিরপুর গ্রামের আমেরিকা প্রবাসী জয়দিল হোসেনের উদ্যোগে নূরনগর সাংবাদিক ফোরামের আয়োজনে করোনাকালিন সময়ে লকডাউনে বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষজনের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার শিবপুর নূরনগর সাংবাদিক ফোরাম এলাকার শতাধিক অসহায় ও ছিন্নমূল এবং হতদরিদ্র মানুষের মাঝে প্যাকেটজাত খাবার ও মাস্ক বিতরন করেন।
উদ্যোক্তা আমেরিকা প্রবাসী মোঃ জয়দিল হোসেন এসব মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নূর নগর সাংবাদিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা জয়দিল হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন,”করোনাকালীন বিশ্বমহামারীর এই দূর্দিনে সরকারের লকডাউন অবস্থায় দেশের অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় তারা নিদারুণ কষ্টে দিনযাপন করছে। তাদের পাশে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে একমুঠো খাবার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি”।
এই মহামারিতে সমাজের সকল বিত্তবানদের অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পাশে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।
নূরনগর সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, “এই মহামারীর সময়ে অসহায় মানুষের পাশে যেই এগিয়ে আসবে নূরনগর সাংবাদিক ফোরাম তার মানবিক কাজে সবসময় পাশে থাকবে। নূরনগর সাংবাদিক ফোরাম শুধু সংবাদই প্রচার করে না, এই সংগঠন গত সাত বছর ধরে নূরনগর এলাকার মানুষের সুখে দুঃখে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
খাবার বিতরন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নূরনগর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি মোঃ হেফজুল বাহার, সিনিয়র সহ সভাপতি মাসুম মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল এনাম, সাংগঠনিক সম্পাদক সায়্যিদ আহমাদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল, অর্থ সম্পাদক জুয়েল রানা, এস এম অলিউল্লাহ সহ আরো অনেকে।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মোঃ জয়দিল হোসেন মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন যেটি এলাকায় ইতিমধ্যে মানবতার সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলছেন, যা দেখে সবাই অনুসরণ করতে পারে।