ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুমা মোসাম্মৎ রাশিদা আক্তার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার বিকেলে পৌর এলাকার আদালত পাড়াস্থ বাসভবনে লকডাউনের কারণে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বছর এই দিনে করোনা আক্রান্ত স্বামীর সেবাযত্ম করে স্বামীকে সুস্থ করার পর নিজেই করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান রাশিদা আক্তার।
মরহুমা রাশিদা আক্তার এর স্বামী দৈনিক সমকাল পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুব আলম লিটন, স্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।