সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজারের একাধিক জুয়েলারী ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন।
আজ সোমবার কঠোর লকডাউনের ৪র্থ দিনে সেনাবাহিনীর একটি দল নিয়ে সদর বাজার পরিদর্শনে বের হন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন। এসময় দেখা যায়, বাজারের একাধিক জুয়েলারী ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন স্ব স্ব মালিকগন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কাছে তারা নিজেদের দোষ স্বীকার করায় আর্থিক জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। সরকারের বিধি-নিষেধ অমান্য করায় ৫টি মামলায় একাধিক ব্যবসায়ীকে ৭ হাজার ২শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদিকে ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনীর সদস্যদের ভয়ে এক জুয়েলারী ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী দোকানের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করছিলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে দরজা খুলে ক্ষমাও চান ওই কর্মচারী।
এদিকে জরুরী প্রয়োজনে মাস্ক বিহীন বাজারে আসা সাধারণ মানুষজনদের মাঝে মাস্কও বিতরণ করেছেন সহকারি কমিশনার ভ‚মি মোশারফ হোসেন।
বাজার পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন সাংবাদিকদের জানান, কঠোর লকডাউন সফল করতে আমার প্রতিদিনই মাঠে থাকবো। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে দয়া করে সরকারের সকল নির্দেশনা মেনে চলুন।
ভিডিওসহ দেখুন নিচের ভিডিওতে…