সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলমান কঠোর লকডাউনে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় একাধিক ব্যাক্তিকে আর্থিক জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
গতকাল পৌর এলাকায় ও বিটঘর ইউনিয়নে লকডাউন বাস্তবায়ন করার লক্ষে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ টি মামলায় আটজনকে ৩ হাজার টাকা এবং ১৮৮ ধারায় ১ একটি মামলায় একজনকে ২ শত টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি মাস্কও বিতরণ করেন।
এ সময় সেনাবাহিনী ও নবীনগর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন সাধারণ মানুষজনদের ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে বলেন, কঠোর এই লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।