-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

নবীনগর পশ্চিম ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ ***

করোনাভাইরাসের প্রভাবে দেশের শ্রমজীবি মানুষজন কর্মহীন হয়ে পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাও তার ব্যাতিক্রম নয়। একেতো করোনাভাইরাস অন্যদিকে বর্ষার পানি বাড়ায় উপজেলার অনেকের যেন মরার উপর খড়ার ঘা-এর মতো হয়ে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীনগর পশ্চিম ইউনিয়নের ওই সকল কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে বিশেষ ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া উপস্থিত থেকে ওই চাল বিতরণ করেছেন।

পশ্চিম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ১শ ১৪ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. জয়নাল আবেদীন, ইউপি মেম্বার ইকবাল হোসেন, নূরুল ইসলাম, মজিবর রহমান, মো. নূরুজ্জামান, মো. খলিলুর রহমান, মো. মামুন আশরাফ, মো. বাচ্চু সরকার, দীল মোহাম্মদ, মো. সমির হোসেন, সংরতি মহিলা মেম্বার পিয়ারা খাতুন, সেলিনা বেগম, আলেয়া বেগম, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান, মো. সাদেক হোসেন সেলিম, ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সাংবাদিক মো. সফর মিয়া, নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আজিজুল ইসলাম, হাবিবুর রহমানসহ আরো অনেকে।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/7h1Fqwo6Y5s” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন