পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা উপহার সরূপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নে বিতরণ করা হয়েছে ভিজিএফ এর চাল। দশ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল পেয়েছে পুরো ইউনিয়নের ১ হাজার ১শত ২১টি পরিবার। তবে সরকারের দেয়া ৫০ কেজি ওজনের ২২৪ বস্তা চালের মধ্যে ইউপি চেয়ারম্যান আলী আকবর গতকাল নবীনগর খাদ্য গুদাম হতে ২০০ বস্তা চাল রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদে নিয়ে মজুদ করেন। এতে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে সংবাদকর্মীরা উপস্থিত হন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
সেখানে গিয়ে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সরকারের সাথে কথা বলে জানা যায়, অফিসিয়ালি চাল বিতরণের তারিখ ছিল আগামি ১৫ তারিখ কিন্তু ওই দিন উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলার মিটিংসহ অন্যান্য মিটিং থাকার কারণে গতকাল বিকেলে ইউপি সচিব মো. দবির ভ‚ইয়া উনাকে ফোনে জানান, আগামীকাল মঙ্গলবার ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।
সবকিছু ঠিকঠাক, সকাল থেকেই চাল নিতে লাইনে দাঁড়িয়ে গেছেন সুবিধাভোগীরা। চেয়ারম্যান আলী আকবর এর জন্য অপেক্ষা। চেয়ারম্যান আসার পর খোলা হলো তালাবদ্ধ থাকা চাল রাখা সেই কক্ষটি। বস্তা কেটে চাল দেবার আগ মুহুর্তে ট্যাগ অফিসার, ইউপি সচিব ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সাংবাদিকরা জানতে চাইলেন এখানে কত বস্তা চাল আছে? উত্তরে চেয়ারম্যান বললেন ২০০ বস্তা। বাকী ২৪ বস্তা চাল কোথায় এমন প্রশ্নে চেয়ারম্যান জানালেন গতকাল গাড়িতে লোড বেশি হওয়ায় ওই বস্তাগুলি নবীনগর খাদ্য গুদামে রেখে আসছি, আজ নিয়ে আসবো। সাথে সাথেই চেয়ারম্যান লোক পাঠিয়ে ওই ২৪ বস্তা চাল আনার বন্দোবস্ত করলেন।
পরে সকলের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম শুরু করলেন চেয়ারম্যান। চাল বিতরণকালে আরেকটি বিষয় নজরে আসলো সাংবাদিকদের। সুবিধাভোগীদের যেই নামের তালিকা করা হয়েছে ইউপি সদস্যদের মাধ্যমে সেখানেও রয়েছে গড়মিল। এ বিষয়ে জিজ্ঞেস করলে ইউপি সদস্যরা সঠিক উত্তর দিতে ব্যর্থ হন।
তবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার পেয়ে খুশি সুবিধাভোগীরা।
এদিকে ২৪ বস্তা চাল নবীনগর খাদ্য গুদামে রাখার বিষয়ে নবীনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, গতকাল উনাদের গাড়িতে লোড না হওয়ায় এখানে রেখে গেছেন। আজ নিয়ে যাবে।
ইউপি সচিব মো. দবির ভ‚ইয়া বলেন আজ ভিজিএফ এর চাল বিতরণ হচ্ছে এছাড়াও ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার হিসেবে প্রতিজনকে ৫শত টাকা করে দেয়া হয়েছে।
সুষ্ঠু ও সুন্দরভাবে সামাজিকর দূরত্ব নিশ্চিত করে আজকে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে বলে জানান ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সরকার।
রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার জনগণের মাঝে পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।