5.9 C
New York
Wednesday, March 26, 2025
spot_img

দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ শিশু তাসলিমার মায়ের হাতে নগদ অর্থ তুলে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের দণি পাড়া কাজী বাড়ির মোঃ গিয়াস উদ্দিনের কন্যা মালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী তাসলিমা বিগত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎধীন রয়েছে। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার আবেদন জানিয়েছেন তাসলিমার পরিবার। এবিষয়ে ইতিমধ্যে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অসুস্থ শিশু তাসলিমাকে নিয়ে করা সংবাদ নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের দানবীর রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে আসে। এদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা লাউরফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতিকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী মো. শহিদুল ইসলাম মালু ও বীরগাঁও ইউনিয়ন থেকেও আওয়ামী লীগের দলীয় প্রতিকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন এগিয়ে আসেন শিশু তাসলিমা চিকিৎসার। পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর সমন্বয়ে নগদ অর্থ প্রদান করেন তারা।
বীরগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন কর্মব্যবস্থায় থাকায় উনার প্রতিনিধি দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর মাধ্যমে আর্থিক সহযোগিতা পৌঁছে দেন শিশু তাসলিমার মায়ের হাতে। তবে লাউরফতেহপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হাজী মো. শহিদুল ইসলাম মালু মিয়া শিশু তাসলিমার বাড়ি গিয়ে পৌঁছে দেন নগদ অর্থ।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্য্যালয়ে অসুস্থ শিশু তাসলিমার মায়ের হাতে নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, দৈনিক কুরলিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ব্রা‏হ্মণবাড়িয়া প্রেস কাব সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, নবীনগর প্রেস কাব সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, ছাত্রলীগ নেতা তাহসিন ভ‚ইয়া রুম্মানসহ আরো অনেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন