মুসলমানদের ধর্মীয় দুটি বড় উৎসবের মধ্যে ঈদুল আযহা একটি। ত্যাগের উৎসব হিসেবে পরিচিত পাওয়া এই উৎসবে যে সকল মুসলমানগণের উপর গবাদি পশু কোরবানী করা ওয়াজিব, কেবল তারাই আল্লাহ পাকের হুকুম পালনে তাদের পছন্দের পশুটিকে কোরবানী করে থাকেন।
প্রতি বছর আমাদের দেশে অসংখ্য গবাদি পশু কোরবানী হয়ে থাকে ঈদুল আযহা’র দিনে।
আর দিনটিকে সামনে রেখে দেশের গবাদি পশু খামারীরা পশু মোটাতাজা করণে ব্যস্ত থাকেন। শুধু খামারীই না ব্যক্তিগত উদ্যোগেও বর্তমানে গবাদি পশু মোটাতাজা করণ চলছে সর্বত্রই। তেমনি একটি পশু খামার দিয়ে ব্যবসায়িক সফলতার মুখ দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সোহেল এগ্রো ফার্মের মালিকগণ।
এবছর ঈদুল আযহাকে কেন্দ্র করে তারা বেশ কয়েকটি গবাদি পশু মোটাতাজা করেছেন। সবগুলোর মধ্যে ১ হাজার কেজি ওজনের শাহবাজ পুরের বাদশা একটি ষাড় ইতিমধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছে। বাদশা এক নজর দেখা জন্য স্থানীয়রা ভীর জমাচ্ছেন ফার্মে। নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করা বাদশাকে তারা ১০ লক্ষ টাকা মূল্যে বিক্রি করবেন বলে জানান।