ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকাসহ উপজেলার প্রধান প্রধান বাজারগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সরব উপস্থিতিতে যানবাহন চলাচল ছিল একেবারে সীমিত, মানুষের উপস্থিতিও ছিল কম। অতি প্রয়োজনে যারা বের হয়েছেন, সকলেই আবার কাজ শেষ করে দ্রæত চলে গিয়েছেন।
লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় মোট ১২টি মামলায় ৮ হাজার ৮শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ইকবাল হাসান। এসময় নবীনগর থানার পুলিশ পরিদর্শক নূরে আলমের নেতৃত্বে এসআই মিশন বিশ্বাস, এস আই জামশেদ, এএসআই রাজিব বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি মাস্কও বিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান।
এদেিক পৌর এলাকার মাঝিকাড়া ব্রীজে বসানো পুলিশ প্রসাশনের বসানো টহল টিমের সদস্যদের তদারকিতে জিজ্ঞাসাবাদ মাধ্যমে প্রয়োজনীয়তা বুঝে শহরে প্রবেশ করতে দেওয়া হয় সাধারণ জনগণকে।